somoyerkhbor.com

মহাসড়কে আগামী সাত দিন ট্রাক লরি কাভার্ডভ্যান মোটরসাইকেল চলবে না

মহাসড়কে আগামী সাত দিন ট্রাক লরি কাভার্ডভ্যান মোটরসাইকেল চলবে না, ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মোটরসাইকেল, ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ এ তথ্য জানায়।

ঈদের দিন ও ঈদের পরের তিন দিন (৭-১৩ জুলাই) মহাসড়কে ঈদুল আজহায় যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিন, ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বিআরটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানায়।

এছাড়া, যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ওই সাত দিন মোটরসাইকেলে রাইড-শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না।

এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে/জেলা পুলিশের অনুমতি নিতে হবে।

Exit mobile version