somoyerkhbor.com

মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ২৭তম বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি।

প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির বক্তব্যের পর দুপুর ১২টায় মেলার উদ্বোধন ঘোষণা করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান। বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন।

আরও পড়ুনঃ আবারো সংসদ নির্বাচনে লড়বেন হিরো আলম

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক গ্রন্থ ‘আমি তোমার মানুষ’ হস্তান্তর করা হয়। এছাড়া দেশের রপ্তানি কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।

এবারের মেলায় দেশি-বিদেশি মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস থাকবে। প্রাথমিকভাবে ৩০টি বাস থাকলেও পরে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। 100টি বাস প্রস্তুত রাখা হবে। এছাড়া বাণিজ্য মেলায় যাওয়ার উপযোগী করা হয়েছে ৩০০ ফুট সড়ক।

প্রদর্শনী কেন্দ্রের ভেতরে ও বাইরে স্টল থাকবে। এর মাধ্যমে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। অডিটোরিয়ামের নিজস্ব ক্যাফেটেরিয়া আছে। 500 জন একসাথে বসে খেতে পারবেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকলেও সপ্তাহান্তে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। এবার মেলায় প্রবেশ মূল্য বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে মেলার টিকিট কিনলে ৫০ শতাংশ ছাড় রয়েছে। এ ছাড়া মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

Exit mobile version