মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত, দেখতে মানুষের ভিড়

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত লালমনিরহাট, দেখতে মানুষের ভিড়
লালমনিরহাটের আদিতামারীতে জান্নাতুল খাদি (১৫) নামের এক মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলটারী এলাকায় এ ঘটনা ঘটে।

ছেলেতে রূপান্তরিত হওয়ার পর জান্নাতুলের নাম রাখা হয় ইউসুফ আলী। সে দিঘলটারী গ্রামের কৃষক কামরুজ্জামান ও পারভীন বেগমের ছেলে। দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে ইউসুফ তৃতীয়।

আরও পড়ূনঃ ব্রাজিল সমর্থকের বাড়িতে ভাঙচুর, দুজন আহত
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষক কামরুজ্জামানের আট সন্তানের মধ্যে চারজন শৈশবেই মারা যান। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে জান্নাতুল স্থানীয় শতবাড়ী দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। কয়েক মাস আগে তার শরীরে পরিবর্তন আসে। বিষয়টি গোপন রেখে প্রায় ২০ দিন আগে ঢাকায় কর্মরত মামার সঙ্গে দেখা করতে যান জান্নাতুল। সেখানে বিভিন মাজার ও মসজিদ পরিদর্শন করেন। হঠাৎ তার লিঙ্গ মেয়ে থেকে ছেলেতে পরিবর্তিত হলে সে তার খালা ও চাচাকে বিষয়টি জানায়। পরে তিনি ঢাকা থেকে নিজ বাড়ি দিঘলতড়ি গ্রামে আসেন।

চাচা হোসেন আলী বলেন, কিছু দিন থেকে জান্নাতুলের শরীরে পরিবর্তন আসতে থাকে। কিন্তু আমরা বিষয়টি গোপন রেখেছি। তিনি আজ ঢাকা থেকে দেশে এসেছেন।

আরও পড়ুনঃ দীঘির সাথে কাজ করে বেশ আরাম পেয়েছি: ইমন

এদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরের খবরে কৃষক কামরুজ্জামানের বাড়িতে উৎসুক মানুষের ভিড় বেড়ে যায়।
প্রতিবেশী এনামুল হক বলেন, হঠাৎ শুনলাম একটি মেয়ে ছেলে হয়েছে। তাই এখানে দেখতে এসেছি।

দাদী নুরজাহান বেগমের কাছ থেকে জানা যায়, “জান্নাতুলকে ঢাকায় তার খালা দেখেছিলেন এবং দেখেছিলেন যে তিনি মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়েছেন।” এ ঘটনা শুনে আমাদের বাড়িতে লোকজন ভিড় করছে। তাই নাতিকে অন্যের বাড়িতে লুকিয়ে রাখতে হয়েছে।

লালমিনোরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় গণমাধ্যমকে বলেন, এটি কোন মেয়ে থেকে ছেলে হয়েছে তা জানা যায়নি। কিন্তু হরমোনজনিত কারণে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *