somoyerkhbor.com

সিগারেটের আগুনে পুড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের পিকনিকের বাস

পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিল ৫ বন্ধু। একপর্যায়ে হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারির ওপর। তাৎক্ষণিক আগুন ধরে যায় সেখানে এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ সময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়ে। ফলে সকলেই সুস্থ অবস্থায় থাকলেও পুড়ে যায় পুরো বাস।

খবর পেয়ে দমকলের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শহিদুল ইসলাম দমকল গুরুদাসপুরের স্টেশন কর্মকর্তা জানান, গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে রাজুক ক্যাডেট একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে দুটি বাস রিজার্ভ করে নাটোরের লালপুরের গ্রীণ ভ্যালি পার্কে পিকনিকে আসে। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। দ্রুত চালক বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।

বাসে থাকা একাধিক শিক্ষার্থী জানায়, বন্ধুরা সিগারেট খেতে গিয়ে অসাবধানতাবশত ব্যাটারির ওপর আগুন ফেললে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবু কপাল ভালো সবাই নিরাপদে নামতে পেরেছি।

আতিকুর রহমান তুহিন সাউন্ড সিস্টেম অপারেটর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘বাসটি নিরাপদ স্থানের রাখা হয়েছে। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Exit mobile version