somoyerkhbor.com

আলোর দিশারী যুব সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিয়া সৈকতঃ ফরিদপুর

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী যুব সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়েছে, গতকাল ২ ডিসেম্বর-২০২২ রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায়, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড পূর্বগঙ্গাবর্দী গ্রামে, কবির মিয়ার ভাটার মোড়ে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচছা জানানোর মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শামীম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌরসভা মেয়র বাবু অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ আকতার, জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম নাছির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাসুদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন মৃধা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মোঃ আবু খায়ের মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ ইজাজ আহমেদ নাছির মোল্লা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন, ক্বারী মোঃ সোহরাব হোসেন। এর পর আমন্ত্রিত প্রধান অতিথি সহ অন্যান্ন অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর অনুষ্ঠের সভাপতির অনুমতিক্রমে আলোর দিশারী যুব সংঘের সভাপতি মাহাবুব খান মামুন স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি সংগঠন এর সার্বিক ভালো-মন্দ ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাস বলেন, আমাদের এলাকায় একটি ব্র্যাক স্কুল রয়েছে যাতে প্রায় ৬শত শিক্ষার্থী রয়েছে, এদের যাতায়াতের রাস্তাটি কাচা ও ইটের, এই রাস্তাটি পাকা করে দেয়ার অনুরোধ জানাই।

৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন মৃধা বলেন এই সংগঠনটি খুব ভাল কাজ করে থাকে কিন্তু এদের স্থায়ীভাবে বসার কোন যায়গা নেই, আমি ব্যাক্তিগত ভাবে আগামী এক বছরের মধ্যে এই সংগঠন এর জন্য এক শতাংশ জমির ব্যবস্থা করে দিবো।

৫নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মাছুদ বলেন, শুরু থেকে দেখে আসছি এই সংগঠন এর কাজ, যা আমার খুব ভালো লাগে, আমি সব সময় এদের পাশে আছি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ৩ ও ৫ নং ওয়ার্ডের মধ্য দিয়েই মহাসড়ক, কিন্তু এরা এই রাস্তায় অটো চালাতে পারছে না, এই এলাকার অনেকেই অটোগাড়ী চালিয়ে থাকেন, রাস্তায় পুলিশের জরিমানা মামলার সম্মুখীন হচ্ছেন, এদের জন্য একটি সমাধানের পথ বের করতে হবে।

বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান, আলোর দিশারী যুব সংঘের প্রতিটি সদস্যকে অবশ্যই ধন্যবাদ জানায়, যে মুহুর্তে যুব সমাজ আজকে মাদকাসক্ত, যুব সমাজ আজ বিভ্রান্ত, যুব সমাজ আজকে ভালো কাজে খুজে পাওয়া যায়না,সেই মুহুর্তে আলোর দিশারীর যুবকেরা একটা সমাজসেবা মূলক কাজের সাথে জরিত হয়েছে। আমরা আশা রাখি আলোর দিশারীর এই আলোকেই ৫নং ওয়ার্ড আলোকিত হবে।আমাদের পক্ষ হতে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমরা করার চেষ্টা করে যাবো।

বিশেষ অতিথি পৌরসভা মেয়র অমিতাভ বোস বলেন, আমি প্রত্যাশা করি এই আলোর দিশারী যুব সংঘের মাধ্যমে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজ সচেতনতা মূলক কর্ম কান্ড আরো বৃহতভাবে পরিচালিত হবে এবং আমাদের তরফের থেকে ৫০ টি লাইট এই এলাকায় দিবো আলোর স্বল্পতা দূর করার জন্য।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক বলেন, আলোর দিশারীর যেই সব উদ্দোক্তা যেই সমস্থ ছেলেরা তাদের কে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না,এদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করতে চাই। আপনাদেরকে একটা কথায় বলবো, এই যুব সংঘ আপনারা প্রথম প্রাইওরিটি দিবেন মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে, এই মাদক এবং সন্ত্রাস এই যুব সমাজকে ধংসের দিকে ঠেলে দিবে এবং জাতী গঠনে যুব সমাজের যে ভুমিকা সেই ভুমিকা তারা রাখতে পারবে না। আপনার আলোর দিশারীর সদস্য সংখ্যা আরও বারান,এর জন্য আমি জানি অর্থ একটি বিরাট ফ্যাক্টর, এটি ছাড়া কোন কিছুই হয় না, এবং এর সাথে সৎ উদ্দেশ্য থাকতে হয়। যেখান থেকে যেই ভাবে যেই অনুদান গুলো দেয়া হয় সেখানে আলোচনা করে আপনাদের কে যাতে কোন কিছু করে দেয়া যায়, সেই ব্যবস্থা করবো। ফরিদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।

Exit mobile version