মোঃ সৈকত হাসান, ফরিদপুর।
ঈদ যাত্রা নিরাপদ করতে ফরিদপুরের মহাসড়কে তৎপর করিমপুর হাইওয়ে থানা পুলিশ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার রাজধানী থেকে শুরু হয়ে বিভিন্ন শহর হতে সারাদেশে নাড়ির টানে বাড়ী ফিরতে শুরু করেছে ঘর মুখো মানুষ। ঈদ মানে আনন্দ হলেও এই যাত্রাকে কেন্দ্র করে প্রায় প্রতি বছরই সড়ক দুর্ঘটনা হতে দেখা যায়।
স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ নেয়ায় এবং উদ্বোধন করার পর থেকে যান চলাচল সাভাবিক হওয়ায় ফরিদপুরের মহাসড়ক গুলোতে প্রতিবছরের ন্যায় এ বছর যানবাহনের চাপ বেড়েছে বহুগুন।
ঈদকে সামনে রেখে যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাক ও পশু বহনকারী গাড়ীর সংখ্যা বেড়ে যায়। বিগত বছর গুলোতে সড়ক দুর্ঘটনায় বা যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের চলাচলে দূর্ভোগের শিকার হতে হয়েছে অনেককেই। তবে এবার ব্যতিক্রম হবে বলে আশা করছেন ফরিদপুরের পরিবহন শ্রমিক ও মালিকেরা। আর বিগত দিনের অভিজ্ঞতায় এ বছরে, ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানা পুলিশের চৌকশ বাহিনী মহাসড়কের বিভিন্ন স্থানে তাদের নজরদারি বাড়িয়েছে বহুগুন। সড়কের বিভিন্ন স্থানে ২৪ ঘন্টার জন্যই প্রস্তুত রেখেছে হাইওয়ে পুলিশের এম্বুলেন্স, যে কোন দুর্ঘটনায় অতি দ্রুত সড়কে যানজট সৃষ্টিকারী গাড়ীটিকে সরানোর জন্যও রয়েছে রেকার প্রস্তুত। এছাড়াও যেকোন দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ফরিদপুর ফায়ার সার্ভিসের ইউনিট। তাছাড়া মহাসড়কে যাতে কোন প্রকার থ্রী-হুইলার চলাচল করতে না পারে সে বেপারে রয়েছে কঠোর নজরদারি।
পুলিশের এমন তৎপরতার বিষয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস এর নিকট জানতে চাইলে তিনি জানান, রাজধানী হতে দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার হচ্ছে ফরিদপুর জেলা, এই জেলার দুইটি উপজেলার উপর দিয়ে বয়ে চলা মহাসড়কের দায়িত্বে রয়েছে করিম হাইওয়ে থানা পুলিশ। ফরিদপুর সদর উপজেলার ঢাকা রোডের সাইনবোর্ড এলাকা ও বরিশাল রোডের বাখুন্ডা ব্রীজ। এছাড়া মধুখালী উপজেলার কামারখালীর গড়াই ব্রীজ পর্যন্ত আমাদের এরিয়া। এই এরিয়ার মধ্যে এমনিতেই অনেক বেশি যানবাহন চলাচল করে, এছাড়া পদ্মা সেতু চালু হবার পর থেকে যানবাহনের সংখ্যা আরো বেরেছে।
সামনেই ঈদুল আজহা কোরবানীর ঈদ, ঈদকে সামনে রেখে পশুর গাড়ী সহ অন্যান্ন গাড়ীর চাপ অনেক বেশী হওয়ায় বিগত বছর গুলোর চাইতে এই বছর আমরা আরো বেশি তৎপর রয়েছি। জনগনের নিরাপত্তায় আমরা চব্বিশ ঘণ্টাই রয়েছি সড়কে। সাধারন সময়ের চেয়ে এখন আমাদের টহল টিমের সংখ্যা বাড়িয়েছি। সার্বক্ষণিক তারা টহলে রয়েছে। যদি কোথাও কোন ছোটো বড় দুর্ঘটনা ঘটছে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধান করছি আমরা। হাইওয়েতে যাতে কোন প্রকার যানজট সৃষ্টি না হয়, সেই বেপারে খুবই সচেতন রয়েছি আমরা, আমাদের এরিয়ার মধ্যে কানাইপুর বাজার ও মধুখালী বাজারের সামনে মাঝে মধ্যে যানজট সৃষ্টি হয়ে থাকে, এর জন্য আমরা সার্বক্ষণিক ভাবে পুলিশ রেখেছি সেখানে। এছাড়া আমরা রাস্তায় কোন থ্রী হুইলার চলতে দিচ্ছি না, আমরা ফরিদপুর সদর থানা পুলিশ ও মধুখালী থানা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। যাতে করে জনগনের ঈদ যাত্রায় কোন ভোগান্তি না হয়।
জনগনের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু আমরা প্রশাসন তৎপর হলে চলবে না, জনগন কেও সচেতনতার সাথে চলতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে, পুলিশ কে বন্ধু মনে করে চলতে হবে। করিমপুর হাইওয়ে থানা পুলিশ সব সময় সড়কে জনগনের পাসে ছিলো আছে এবং থাকবে।
0 Comments on “ঈদ যাত্রা নিরাপদ করতে ফরিদপুরের মহাসড়কে তৎপর করিমপুর হাইওয়ে থানা পুলিশ”