এক ঘণ্টার জন্য ফরিদপুরের সিভিল সার্জন দশম শ্রেণির শিক্ষার্থী মনিরা

এক ঘণ্টার জন্য ফরিদপুরের সিভিল সার্জন দশম শ্রেণির শিক্ষার্থী মনিরা
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করলো দশম শ্রেণির  শিক্ষার্থী মনিরা আক্তার (১৬)। মনিরা  ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকার আনিছ খানের মেয়ে। সে এই বছরের এসএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার (১১ অক্টোবর) ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ফরিদপুরের এর উদ্যোগে সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমানের দায়িত্ব এক ঘণ্টার জন্য পালন করে শিক্ষার্থী মনিরা।

ফরিদপুর ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের সহ-সভাপতি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ বলেন, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এই আয়োজন করে। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলাতেই এ কার্যক্রম চলমান।

দায়িত্বগ্রহণের পর মনিরা বলেন, আমি নিজেই একজন শিশু, কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পাওয়ায় আমার গর্ব হচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে জেলার হাসপাতালগুলোতে নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করা নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন মনিরা আক্তার। এছাড়া দিনটি তার জীবনের সেরা ও স্মরণীয় হয়ে থাকবে বলেও জানায় এই শিক্ষার্থী।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বলেন, শিশুদের সুন্দর জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য অতিব জরুরি। মনিরা আক্তারের সব সুপারিশ আমি আমলে নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবো। ভবিষ্যতেও আমি এনসিটিএফ থেকে এরকম আরও কার্যক্রম আশা করি।

0 thoughts on “এক ঘণ্টার জন্য ফরিদপুরের সিভিল সার্জন দশম শ্রেণির শিক্ষার্থী মনিরা”

  1. Pingback: ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট-সাংবাদিক আটক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top