নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরে চলমান লকডাউন পালনে পুলিশের পাশাপাশি করা করছেন সেনাবাহিনীর সদস্যরা। লকডাউনের দ্বিতীয় ও তৃতীয় দিনে তারা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে লকডাউন চলাকালে বাইরে আসা মানুষজন ও পরিবহনে তল্লাশি চালিয়েছেন। এ সময় অকারণে বাইরে আসাদের ফিরিয়ে দেয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে যারা বাইরে এসেছেন তাদের সহযোগিতা করেন তারা।
এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৪৮ জন।