নগরকান্দা( ফরিদপুর) প্রতিনিধি:
আসছে ১৪ ই ফেব্রুয়ারি আসন্ন পৌরসভার নির্বাচন ফরিদপুরের নগরকান্দায় চতুর্থ পর্বের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই তারই ধারাবাহিকতায় ১২ই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩.৩০মিনিটে নগরকান্দার পিয়াজ হাটার মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী নিমাই চন্দ্র সরকারের পক্ষে নৌকা প্রতীকের জন্য ভোট চাইলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি সাহাদাব আকবর লাবু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক শামীম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, নগরকান্দা উপজেলার চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলায়েত হোসে মিয়া, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক শাহজামান বাবুল কাজী,সংসদ উপনেতার একান্ত সচিব শফি উদ্দিন শফি, সালথা উপজেলার চেয়ারম্যানওয়াদুদ মাতুব্বর, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু মাস্টার, কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নগরকান্দা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কেরামত হোসেন সহ আরো অনেকে। পথসভায় উপস্থিত নেতা কর্মী সকলের কাছে ভোট কামনা করলেন ।