পদ্মা সেতুর উদ্বোধনের দিনটিকে স্মরনীয় করে রাখতে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনগুলো।
আজ শনিবার (২৫ জুন) সকাল থেকেই উৎসবমুখোর পরিবেশে এ সকল আয়োজন অনুষ্ঠিত হয়। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে উৎসুখ জনতা পদ্মা সেতুর উদ্বোধন দেখতে পদ্মা সেতুর অনুষ্টানে অংশগ্রহণ করে।
এদিকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে “এই জাতীয় গৌরবে ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ হিসেবে” ফরিদপুর জেলার এক যুবক নিজ উদ্যোগে ফরিদপুর শহরতলীতে মিষ্টি বিতরণ করেন। তার এই ব্যতিক্রম কাজকে অনেকেই প্রশংসা করছেন।
রুবেল নামের ওই যুবকের কাছে মিষ্টি বিতরণের কারণ জানতে চাইলে বলেন, পদ্মা সেতু আমাদের অহংকার যা আমরা নিজেদের অর্থায়নে সম্পন্ন করেছি এবং এর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলা সরাসরি রাজধানীর সাথে যুক্ত হলো। পদ্মা সেতু থেকে ফরিদপুরবাসী অনেক বেশী সুবিধা ভোগ করবে, এবংএই অঞ্চলের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
পদ্মা সেতু তৈরির জন্য তিনি দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।