ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণমালা বই পেল সুবিধাবঞ্চিত শিশুরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভবিষ্যৎ প্রজন্ম সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বর্ণমালা বই বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের বিশেষ আবাসন প্রকল্প স্বপ্ননগর এলাকার শিশুদের মাঝে এ বর্ণমালার বই বিতরণ করেন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এর মাধ্যমে শিশুদের পরিচয় করানো হবে বাংলা বর্ণমালার সঙ্গে। তাদের শোনানো হবে বাংলা ভাষার গৌরবময় ইতিহাস, জানানো হবে বর্ণমালার সঠিক উচ্চারণের গুরুত্ব।

এসব বিতরণকালে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তরিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, গোলাম কিবরিয়া, মেহেদী হাসান, এম টি মেহেদী ও শামীম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা পরিচালনা পর্ষদের সদস্যরা বলেন, ‘ভাষার জন্য শহীদ হওয়ার ইতিহাস শুধুমাত্র বাঙালি জাতিরই আছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা। নিজ ভাষার জন্য তারা নিজের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করে। তাই এটা শুধু মুখের ভাষাই নয়, এর সঙ্গে মিশে আছে আমার ভাইয়ের রক্ত এবং গৌরবময় ইতিহাস। আমরা বাংলা ভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষাকে গুরুত্ব দিচ্ছি। যে কারণে বাংলা ভাষা হারিয়ে যেতে বসেছে তার শুদ্ধতা। একটি ভাষার মাধুর্য বৃদ্ধি পায় সে ভাষার বর্ণমালার সঠিক উচ্চারণে। তাই শিশুদের বর্ণমালার সঠিক উচ্চারণ শেখাতে বর্ণমালার বই বিতরণ করা হয়েছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top