somoyerkhbor.com

ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু | সময়ের খবর

নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাবে ৩৭০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯৪ জন। শনাক্তের হার ৫২.৪৩। এই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭০টি। এরমধ্যে শনাক্ত হয়েছে ১৯৪। আক্রান্তের হার ৫২.৪৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬২২ জন ‍এবং সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।

এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে ১০ জনমারা গেছেন। ‍একানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ১৫ ব্যক্তি এবং করোনার সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৬৯ জন।

এদিকে লকডাউনের পঞ্চম দিন সোমবারও সড়কে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্রাশি করেছে পুলিশ। এচাড়াও টহলে দেখা গেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

Exit mobile version