নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরে আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে চরাঞ্চলে গো-খামারীদের নিরাপত্তা রক্ষায় ও নদী পথে চুরি, ডাকাতি ছিনতাই রোধে নৌ-টহল কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।
গতকাল রবিবার (৪ ই জুলাই) রাতে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাটে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
পুলিশের নৌ-টহল কার্যক্রমের উদ্ভোধন করেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতায়ালী থানার ওসি এম এ জলিল, ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকসহ স্থানীয়রা।
নৌ-টহল কার্যক্রমের অংশ হিসাবে কোতয়ালী থানা পুলিশ এখন থেকে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের ২০ কিলোমিটার নদীপথে টহল দিবে।