ফরিদপুরের বোয়ালমারীতে নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পর্ন

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘নারী সামাজিক এ্যাসোসিয়েশনে’র নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এর আর্থিক সহযোগিতায় বোয়ালমারী উপজেলার নারী ভোটার এ নির্বাচনে চারটি ইউনিয়নের ১ হাজার ৩২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলার ময়না, ঘোষপুর, সাতৈর ও দাদপুর ইউনিয়নে ১৭ টি কেন্দ্রে ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

এ নির্বাচনে মোট ২০ জন প্রার্থী ১১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশন হিসেবে এ নির্বাচনে দায়িত্ব পালন করেন বোয়ালমারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান। অপর ২ নির্বাচন কমিশনার হলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ কাকলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন।

সংস্থাটির ফরিদপুর জেলার রিজিওনাল কো-অর্ডিনেটর কৃষিবিধ মো. আজিম উদ্দিন (আর.সি.) ও বোয়ালমারী উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর শেখ মোঃ মাসুদ (ইউ.এফ.সি.) নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন সাবিনা বেগম, ৭১১ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত ২ জন হলেন বিলকিস বেগম ও জেসমিন বেগম, সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন রাহিলা বেগম তার প্রাপ্ত ভোট ৬৯৪। যুগ্ম সম্পাদক পদে তাসলিমা বেগম। এছাড়া কোষাধক্ষ্য পদে ফরিদা বেগম, সাংগঠনিক সম্পাদক পদে রোজিনা বেগম, দপ্তর সম্পাদক পদে রুমা বেগম ও কার্যনির্বাহী সদস্য পদে মীরা, নিলিমা ও খাদিজা বেগম নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *