ফরিদপুরে অর্ধ কোটি টাকা নিয়ে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামের এক প্রতিষ্ঠান উধাও। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামে একটি এনজিও পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন গ্রামের হত-দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।।
আরও পড়ুনঃ ছেলে-বৌমা গ্রেপ্তার “মাকে ভরণপোষণ না দেওয়ায়”
বৃহস্পতিবার (২০ অক্টোবর) হঠাৎ অফিসে তালা ঝুলিয়ে জমানো সব টাকা নিয়ে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামে প্রতারক চক্রটি লাপাত্তা হয়ে যায়।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসে উপজেলা পরিষদের পাশে আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া নিয়ে অফিসের কার্যক্রম শুরু করে ফেমাস বাংলা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি। পরে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র পরিবারগুলোকে টার্গেট করে ও বড় অঙ্কের টাকার প্রলোভন দেখায়।
এসব পরিবারে থাকা নারীদের টার্গেট করে নানা প্রলোভন দিয়ে সাপ্তাহিক সঞ্চয় শুরু করে প্রতারক চক্রটি। কয়েক সপ্তাহ পরে অল্প সুদে মোটা অংকের ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে এককালীন ১৫ থেকে ৩০ হাজার টাকা করে সঞ্চয় করার শর্ত দেয়। এভাবে তারা প্রায় অর্ধ কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে।
আরও পড়ূনঃ টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে লা*শ হলেন কৃষক
এ ব্যাপারে এক ভুক্তভোগী নাজমা বেগম বলেন, একটি এনজিও (ফেমাস বাংলা ফাউন্ডেশন) গত মাসে আমাদের গ্রামে এসে ঋণ দেওয়ার নাম করে বেশ কয়েকটি পরিবার থেকে সঞ্চয় উঠানো শুরু করে। অনেকের মতো আমিও সরল বিশ্বাসে সঞ্চয় জমা দেই। কয়েক কিস্তি সঞ্চয় দেওয়ার পর দুই লাখ টাকা দেবে বলে আমার কাছ থেকে নেয় সঞ্চয় নেয় সাড়ে তেরো হাজার টাকা নেয়। পরে জানতে পারি তারা প্রতারক চক্র। টাকা-পয়সা নিয়ে তারা পালিয়ে গেছে।