ফরিদপুরে আবু ত্বহা’র সন্ধান চেয়ে মানববন্ধন, ব্যানার কেড়ে নিল পুলিশ | সময়ের খবর

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর প্রেসক্লাবের সামনের তরুণ ইসলামী স্কলার আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সফরসঙ্গীর সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মুজিব সড়কে বৃহস্পতিবার মানবন্ধন শুরুর কিছুক্ষণ পর পুলিশ সংগঠনটির ব্যানার কেড়ে নেয়।

ফরিদপুর প্রেসক্লাবের সামনে (১৭ জুন) দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় মনববন্ধনে অংশ নেয় সংগঠনটির অন্যতম সমন্বয়ক আলহাজ্ব হাফেজ ক্বারী মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবীরুদ্দীন, মুহাম্মাদ জামিল সিদ্দিকী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ আট দিন হলো তাদের কোনো খোঁজ মেলেনি। প্রশাসনেরও জোরদার কোনো তৎপরতা চোখে পড়ছে না। এ অবস্থায় সারা দেশের ধর্মপ্রাণ সচেতন মানুষের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়ছে। আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার সফরসঙ্গীদের কোনো কিছু হলে সেটি কারো জন্যই শুভকর হবে না বলেও তারা উল্লেখ করেন। তারা অবিলম্বে নিখোঁজদের সন্ধান দাবি করেন।

এদিকে পুলিশ ব্যানার কেড়ে নেয়ার পরেও মানববন্ধনে অংশ নিতে বিভিন্নস্থান হতে আবু ত্বহার সমর্থক ও অনুগামীরা সেখানে উপস্থিত হতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *