ফরিদপুরে এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির সার্ভিস পয়েন্ট শুভ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধিঃ সোমবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় ফরিদপুর সদরের গোয়ালচামটে এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোম্পানির সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এনআরবি গ্লোবাল সার্ভিস পয়েন্ট এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, এনআরবি’র ব্যবস্থাপনা পরিচালক মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম, সিনিয়র ডিএমডি উন্নয়ন হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামিলীগ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বিধান কুমার সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ খন্দকার মাসুদ (ডিএম ডি উন্নয়ন)।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ডক্টর যশোদা জীবন দেবনাথ বলেন, আমাদের বেঁচে থাকার প্রয়োজনে ইন্সুরেন্স করা অত্যন্ত জরুরি। এজন্য উন্নত দেশে ইন্সুরেন্স বাধ্যতামূলক।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইন্সুরেন্স কোম্পানিগুলো দেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। ইন্সুরেন্স ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আর তাই শুধুমাত্র নিজের প্রয়োজনে নয় নিজের সন্তান সন্ততি ও ভবিষ্যতের প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মিজানুর রহমান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top