নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের সভাপতি মো চুন্নু মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১ টায় কেক কেটে স্কুল প্রাঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ চ্যানেল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আঃলীগের সভাপতি মো আনসার উদ্দিন মোল্লা , ৫ নং ওয়ার্ডের সভাপতি মো মেহেদী হাসান, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়াকুব মোল্লা , পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল উদ্দিন সরদার , শিক্ষার্থী , অভিবাবক ও স্থানীয় এলাকার গন্য মান্য ব্যক্তিরা ।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে দুপুরের খাবারের পরে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ আয়োজনে স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।