এহসান রানা, ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীর দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ লি: কর্তৃপক্ষ মিলের পাট সরবরাহকারী ব্যবসায়ীদের পাওনা পরিশোধ না করেই বন্ধ করে দিয়েছে দাবী করে পাওনা পরিশোধের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে ১৩ ব্যাবসায়ী।
বৃহস্পতিবার বিকালে কামারখালীতে সাংবাদিক সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পক্ষে বিশ্বাস জুট ট্রেডার্সের পরিচালক মো. আমিনুর রহমান জানান, ১৩ ব্যাবসায়ীর সাত কোটি ১১ লাখ টাকাসহ প্রায় অর্ধশত ব্যাবসায়ীর অন্তত ৩০ কোটি টাকা বকেয়া রেখে কর্তৃপক্ষ মিলটির উৎপাদন বন্ধ রেখেছে।
এসময় শাহা ট্রেডার্সের পরিচালক শুশীল সাহা, ব্যাবসায়ী খলিলুর রহমানসহ বক্তারা জানান, এখন পাওনা টাকা চাইতে গেলে হামলা ও মামলাসহ হত্যার হুমকী দেয়া হচ্ছে। পাওনা টাকা না পেলে পথে বসতে হবে দাবী করে ক্ষতির মুখে থাকা ব্যাবসায়ীরা।
আরও পড়ুনঃ ফরিদপুরে পুলিশ দম্পতির বাড়িতে লুটপাট ও ডাকাতি | সময়ের খবর