ফরিদপুরে বাস উল্টে তিনজন নিহত, অন্তত ৩০ জন আহত হয়েছেন

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ইমরান পরিবহনের বাসটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং অন্তত ৩০ যাত্রী আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

শুক্রবার (৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পান্ডুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামের গাড়িটি ঢাকার দিকে যাচ্ছিল। সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। আহতদের উদ্ধার করে বঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত এক যাত্রী জানান, এই গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে বাসটি হঠাৎ সড়কে উল্টে যায়। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত এবং ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top