ফরিদপুর জেলা সদরের পৌর এলাকার ৮ নং ওয়ার্ড রঘুনন্দনপুর এলাকায় আজ রবিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শিক্ষার্থীর নাম এনামুল শেখ রাতুল (১৯)। ওই এলাকার মাজেদ শেখের ছেলে। চলতি বছর এইসএসসি পরিক্ষায় অংণ নিচ্ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতুল নামের ঐ শিক্ষার্থী ফরিদপুর মুসলিম মিশন কলেজের বিএমটি শাখা থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। আজ তার প্রথম পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে বাড়ি আসার পর রাতুলের বাবা ছেলেকে রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন পুলিশ বক্সের সামনের ঢাকা ফরিদপুর মহা সড়কের বিপরিতে নিজেদের দোকানে যেতে বলেন এবং তিনি গরুর ঘাস কাটতে ক্ষেতে যান। রাতুল দোকানে থাকা অবস্থায় সন্ধ্যা চারটার দিকে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আজ এশার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। রাতুলের মৃত্যুতে আত্মীয়স্বজন, সহপাঠী সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।