ফরিদপুরে ব্যবসায়ীর ম’রদে’হ উদ্ধার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আতাউর রহমান (৫৫) নামে এক ব্যক্তির ম’রদে’হ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার তেলিডাঙ্গী গ্রাম থেকে ওই ম’রদে’হটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত ব্যক্তি একই গ্রামের শেখ হোসনের ছেলে। সে স্থানীয় একটি বাজারে স্টিলের মালামালের ব্যবসা করতেন।

see more ফরিদপুরে হাসপাতালে ঢুকে রোগীর স্বামীকে কো*পালো সন্ত্রাসীরা

ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ম’র’দেহটি উদ্ধার করেছে। ম’র’দে’হের মাথায় আঘা’তের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হ’ত্যা করা হয়েছে। ময়’নাতদ’ন্তের পর বিস্তারিত জানা যাবে।

see more চুলের যত্নে ঘরোয়া ৫ প্যাক || পেঁয়াজের রসের মাস্ক || চুলের যত্নে পেঁয়াজ এবং তার ব্যবহার বিধি

0 thoughts on “ফরিদপুরে ব্যবসায়ীর ম’রদে’হ উদ্ধার”

  1. Pingback: ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃ'ত্যু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top