ফরিদপুরে ব্যাংক ভাঙ্গার বঙ্গ আড়ং ও গ্রামিন মেলার উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি

‘মানবিক মানুষ গড়ে তোলা সবচেয়ে বড় মানব সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্যাংক ভাঙ্গার বঙ্গ আড়ং। সংস্কার সমাজ কল্যান সংঘ নামে একটি সংস্থার উদ্যোগে এই আয়োজন শুরু হয় বুধবার বিকেল ৫ টায়।

এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সানজার উর রহমত এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা, সদরের সহকারী কমিশনার(ভুমি) লাভলী ইয়াসমীন সীমা, শহর সমাজ সেবা কর্মকর্তা সুজাউজ্জামান রাশেদ।

সংগঠনটি জানায় ‘সংস্কার সমাজ কল্যান সংঘ’ বিভিন্ন সময়ে দরিদ্র অসহায়দের সহায়তা করাসহ উন্নয়ন মূলক নানা কর্মকান্ড করে থাকে। এবার তারা তাদের ৫ শতাধীক সদস্যের মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে দরিদ্র কুটির শিল্পী, মৃৎশিল্পী, কৃষক ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবে। সদস্যদের মাটির ব্যাংক ভাঙ্গা উৎসবকে কেন্দ্র করেই আজকের আড়ং এর আয়োজন।

আড়ং উপলক্ষ্যে মাটির পাত্রে খাওয়া ও পানি পান করা, কলার পাতায় খাওয়ানো, বিভিন্ন পোশাক ও খাবারের স্টল, নাগরদোলাসহ শিশুদের আনন্দ উপভোগের জন্য বিভিন্ন রাইডের আয়োজন করা হয়। এই আয়োজন চলবে ২ দিন ব্যাপী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top