somoyerkhbor.com

ফরিদপুরে রাতের আধারে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছে রেড ক্রিসেন্ট

ফরিদপুরে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ ও মৃ’ত্যু। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় হসপিটালে ১২ জন মা’রা গেছেন। এর মধ্যে পাঁচজন করোনায়, ছয়জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন।

এদিকে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতা’লে শয্যা সঙ্কট দেখা দিয়েছে। অক্সিজেনসহ করোনা চিকিৎসার জরুরী সরঞ্জামি সঙ্কটেরও শ’ঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় ফরিদপুরে করো’না আ’ক্রান্ত রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হয়েছে, এদের মধ্যে কারো কারো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এজন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রেড ক্রিসেন্ট ইউনিট।

বাড়িতে থাকা করোনা আ’ক্রান্ত রোগীদের দ্রুত অক্সিজেন সরবরাহ দেয়ার জন্য ইতোমধ্যে রেড ক্রিসেন্টে করো’না রেসপন্স টিম গঠন করেছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার ( ১৬ জুলাই ) রাত ৯.২০ মিনিটে যুব রেড ক্রিসেন্ট, ফরিদপুর ইউনিটের ইমার্জেন্সি অক্সিজেন রেসপন্স টিমের কাছে ফোন আসে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জরুরী অক্সিজেন সেবা প্রয়োজন। তাৎক্ষণিক রেসপন্স টিমের সদস্যরা আক্রান্ত ব্যক্তির বাসায় যায় এবং বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে।

 

ফরিদপুর প্রতিনিধিঃ মেহেদী হাসান হৃদয়

Exit mobile version