ফরিদপুরে ২৬ অনুমোদনবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুরে ২৬ অনুমোদনবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

ফরিদপুর জেলায় অনুমোদনবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে ২৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো ২০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক বার্তা প্রদান ও জরিমানা করা হয়েছে।

ফরিদপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগ এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা এবং জরিমানা করেন।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, রবিবার দুপুর পর্যন্ত জেলা সদরের তিনটি, মধুখালী উপজেলার সাতটি, বোয়ালমারী উপজেলার সাতটি, নগরকান্দা উপজেলার তিনটি, সালথা উপজেলার তিনটি, ভাঙ্গা দুইটি ও সদরপুর উপজেলার একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের সকল অনুমোদনবিহীন অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ের পরে নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme