ফরিদপুর আবাসিক হোটেলের বিস্তারিত তথ্য

ফরিদপুর আবাসিক হোটেলের বিস্তরিত তথ্য। ফরিদপুর বাংলাদেশের অন্যমত একটি জেলা। এবং খুব শীগ্রই এ জেলা বিভাগ হিসেবে রূপ নিতে যাচ্ছে। ফরিদপুর জেলায় রয়েছে ৯ টি উপজেলা। এবং এ সকল উপজেলায় ঘুরে দেখার জন্য রয়েছে প্রচুর নিদর্শন। যা দেখতে সারাবছরই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ ছুটে আসে এই ফরিদপুরে।

 

ঘুরতে এসে কখনো করতে হতে পারে রাত্রীযাপন। অথবা অন্য জেলা থেকে ডাক্তার দেখাতে এসেও থাকতে হতে পারে। আর এই রাত্রীযাপনের জন্য প্রয়োজন সুন্দর মনোরম একটি থাকার হোটেল।

 

হোটেলে থাকার কথা মাথায় আসলেই আমাদের মনের মধ্যে নানাবিধ ভীতি কাজ করে। এর অবশ্য কারণও আছে। দেশের হোটেলগুলোর পরিস্থিতি এখনো তেমন উন্নতি হয়নি। এখনো বিভিন্ন হোটেলে অসামাজিক কাজ হয়ে থাকে, এ কারণেই মানুষ আবাসিক হোটেলে থাকতে মনের মধ্যে দ্বিধা কাজ করে।

 

আপনাদের এই দ্বিধা কাটিয়ে তুলতে আমরা খুবই সতর্কতার সঙ্গে খোজ নিয়ে তারপর এই তালিকাটি করেছি। কোনরকম ভীতি ছাড়াই থাকতে পারবেন এই হোটেল বা আবাসনগুলোতে।

 

এক নজরে দেখে নিন হোটেল ও আবাসনের তালিকাঃ

 

ক্রঃ নং হোটেলের নাম ধরণ ঠিকানা ধারন ক্ষমতা এসি/নন-এসি মোবাইল
০১. হাটেল র‌্যাফেল ইনস আবাসিক গোয়ালচামট ফরিদপুর ৩২টি কক্ষ এসি-৯০০/-

ননএসি-৩৪০/-

০৬৩১-৬১১০৬
০২. হোটেল পদ্মা আবাসিক

 

মুজিব সড়ক, ফরিদপুর ৪৫টি কক্ষ এসি-৪০০/-

ননএসি-১৬০/-

০৬৩১-৬২৬৮৫
০৩. হোটেল লাক্সারী আবাসিক গোয়ালচামট, ফরিদপুর ৩২টি কক্ এসি-৯০০/-

ননএসি-৩০০/-

০৬৩১-৬২৬২৩
০৪. হোটেল পার্ক প্যালেস আবাসিক হাজী শরিয়াতুল্লাহ বাজার ,ফরিদপুর ৩৮টি কক্ষ এসি-৩৫০/-

ননএসি-১৫০/-

০১৫৫৬৩২৭০৬৭
০৫. হোটেল শ্যামলী আবাসিক মুজিব সড়ক, ফরিদপুর ১৩টি কক্ষ নন এসি ৮০/- ০১৭২৫০৬৮৭৮৮
০৬. হোটেল জোনাকী আবাসিক গোয়ালচামট, ফরিদপুর ৪৪টি কক্ষ ননএসি-৬০/- ০১৭২৫০৬৮৭৮৮
০৭. রাজ বোডিং আবাসিক গোয়ালচামট, ফরিদপুর ৩৭টি কক্ষ ননএসি-৮০/ ০১৭২৫০৬৮৭৮৮
০৮. আঞ্চলিক ধান গবেষনা ইনষ্টিটিউট গেষ্ট হাউজ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক ধান গবেষনা ইনষ্টিটিউট, ভাঙ্গা, ফরিদপুর ১০০/- ননএসি ০৬৩২৩-৫৬৩২৯
০৯. জেলা পরিষদ ডাক বাংলো, ভাঙ্গা কোর্ট পাড় প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফরিদপুর ৪০/- ননএসি
১০. জেলা পরিষদ ডাক বাংলো, চরভদ্রাসন ৫০/-
১১. হোটেল রাজস্থান ভাঙ্গারাস্তার মোড়,ফরিদপুর ০১৯৪৯৫৮১৫৮২

০১৭৭৮৫৭২২২১

১২. জে.কে ইন্টারন্যাশনাল নিলটুলী, মুজিব সড়ক ০১৭০৮৮৮৭২২৬৬, ০১৭৫৬৯০০৪০৯,

এছাড়াও আরও কিছু হোটেল-মোটেল রয়েছে ফরিদপুরে যা আমরা খুবই দ্রুত আপডেট করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *