ফরিদপুর জেলা মহিলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

ফরিদপুর জেলা মহিলা আ. লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন, মাহমুদা বেগমকে সভাপতি ও সৈয়দা নুসরাত রাসুল তানিয়াকে সাধারণ সম্পাদক করে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের ৯১ সসদ্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (০৫ অক্টোবর) ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া সময়ের খবর কে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া বেগম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম এ কমিটির অনুমোদন দেন।

এরও আগে ২০২১ সালের ২৮ ডিসেম্বর ফরিদপুর জেলায় এক মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে মাহমুদা বেগম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দা নুসরাত রাসুল তানিয়া নির্বাচিত হন।

ওই সম্মেলনের সময় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রে পাঠাতে বলা হয়।

পরে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানো হলে গতকাল মঙ্গলবার (০৪ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফরিদপুর জেলা কমিটির কাছে অনুমোদন পত্র হস্তান্তর করে দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আনোয়ারা বেগম, মোসাঃ শামসুন্নাহার মুহিদ, আঞ্জুমান আরা বেগম, খুশি খন্দকার, লুৎফুন নাহার কাকলী, শারমিন আক্তার সাথী, জেসমিন ফেরদৌসী শিখা, নাহার জুবায়ের কনা, বিলকিস বানু, নাজিয়া হাসান, ইসমত আরা পারভীন, সুচিত্রা রানী সিকদার, হাসিনা খান পরী, ফিরোজা বেগম বাবলী, সুপ্রিয়া দত্ত।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নার্গিস বানু, শিখা দত্ত, পারভীন ইসলাম, আফরোজা বেগম চায়না, প্রীতি কনা রাহা, নাসিমা খাতুন, আফসানা ইয়াসমিস কামনা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফারজানা লাভলী, মাসুমা বেগম, হেলেনা খানম, দীপা সাহা, তানিয়া আক্তার ইভা, এ্যাড. মিতা কিত্তনীয়া, ইসরাত জাহান রত্না।

প্রচার সম্পাদক গুলশানারা খানম, দপ্তর সম্পাদক মাহবুবা তামান্না চুমকী, শিক্ষা বিষয়ক সম্পাদক রুবিয়া বেগম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সম্পা দাস, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক বিনীতা ব্যানার্জী, কৃষি ও সমাজ কল্যান সম্পাদক সুফিয়া বেগম, শ্রম বিষয়ক সম্পাদক জয়গুন (কমিশনার), তথ্য ও গবেষনা সম্পাদক ফারহা দিবা, আইন বিষয়ক সম্পাদক এড্যা. খন্দকার আশরাফী নাহার (অন্তরা), মা ও শিশু বিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা মুন্নি, কোষাধ্যক্ষ সেলিনা বেগম পান্না, ধর্ম বিষয়ক সম্পাদক নাসিমা হক, বন ও পরিবেশ সম্পাদক রুনা, শিল্প ও বানিজ্য সম্পাদক রত্না আহসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অন্তরা রানী দাস, মানব সম্পদ বিষয়ক সম্পাদক রেশমা আক্তার।

এছাড়াও কার্যকরীসদস্য রয়েছেন- মমতাজ আক্তারী আইভী, সৈয়দা মঞ্জুরা,ফেরদৌসী, লীমা খন্দকার, সুরাইয়া সালাম, মনোয়ারা বেগম, আফরোজা জাহান পপি, রাধা রানী ভৌমিক, নাজমুন নাহার সীমা, রওশন আরা আক্তার, রিনা সুলতানা কল্পনা, নাসিমা আক্তার (নগরকান্দা), নাফিসা খবির ঝর্না, শুকলা ভৌমিক, এ্যাড. ছন্দা ঘোষ, মিলি ইসলাম, হালিমা খানম, বাবলী ইসলাম, শাম্মী লিয়াকত শাবানা, কল্যানী মজুমদার জয়া, ইতি দে, রেখা আক্তার, আশরাফুন নেছা পিয়া, চামেলী রহমান, অলি রানী সাহা, সম্পা সিকদার, ফাহিমা বেগম, নিপা দাস, কাকলী আক্তার, মেহেরুন নেছা, সম্পা চক্রবর্তী, আরিয়া আক্তারী, বিধীকা বিশ্বাস, মোসা: খালেদা আক্তার (রুনু), হাসনা হেনা হাসদার, শাহনাজ বেগম, প্রিয়া আক্তারী, মাহবুবা আক্তার, জাহানারা আক্তার, পলি আক্তার, কানিজ ফাতেমা, মর্জিনা বেগম, রানী বেগম, হিমাদ্রি কর্মকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top