ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে “ফ্রী অক্সিজেন সেবা” কার্যক্রমের উদ্বোধন | সময়ের খবর

ফরিদপুর প্রতিনিধিঃ

করোনা আক্রান্ত শ্বাসকষ্ট জনিত রোগীদের জন্য বিনামূল্যে ২৪ ঘন্টা অক্সিজেন সেবা চালু করেছে ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে করে রোগীর বাসায় পৌঁছে দেয়া হবে অক্সিজেন সিলিন্ডার এবং ব্যবহার শেষে তা , সদস্যরাই আবার সংগ্রহ করে নিবেন।

সোমবার ( ২৮ই জুন, ২০২১ ) বিকাল ৫ঃ৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিজস্ব অর্থায়নে এই সেবার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান।

মিসেস ঝর্ণা হাসান বলেন, ফরিদপুর করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার বেড়ে চলছে। তাই লকডাউনের সময়ে করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগিদের কথা বিবেচনা করে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে “ফ্রী অক্সিজেন সেবা” কার্যক্রমের উদ্বোধন করা হলো। স্বেচ্ছাসেবক লীগের সদস্যদের মাধ্যমে রোগিদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার হবে। ১০টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করা হলেও চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হবে। এই কাজের জন্য ১৫ জনকে প্রশিক্ষিত করে ৩টি টিমে ভাগ করা হয়েছে। যাদের প্রয়োজন তারা সেবা কেন্দ্রের No description available. নম্বরে ফোন করলেই ঘরে পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

এই সেবা উদ্বোধনে করার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শওকত আলী জাহিদ তার সভাপতিত্বে “ফ্রী অক্সিজেন সেবা” কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে’র সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহম্মেদ রবিন। এসময়ে স্বাস্থ্য বিধি মেনে জেলা, থানা ও শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *