ফরিদপুর-২ উপনির্বাচনে বিজয়ী হয়েছেন সাজেদাপুত্র শাহদাব আকবর, ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা ও সদরপুর অংশ) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর ওরফে লাবু জয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
লাবু নৌকা প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৮১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট মোঃ জয়নুল আবেদীন ওরফে বকুল মিয়া দলীয় বট প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮।
এর আগে শনিবার সকাল ৮টায় এ নির্বাচনে ১২৩টি ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৮৫ জন। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর এই উপ-নির্বাচনে লাবাসসহ আওয়ামী লীগের মোট ছয় নেতা মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পেয়েছেন সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব।
বাছাই প্রক্রিয়া চলাকালে উভয়েরই মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া ও জাতীয় পার্টির আলমগীর হোসেন মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
0 Comments on “ফরিদপুর-২ উপনির্বাচনে বিজয়ী হয়েছেন সাজেদাপুত্র শাহদাব আকবর”