ফারিদপুর চরভদ্রাসনের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি- মোতালেব মোল্ল্যা | সময়ের খবর

সময়ের খবর ডেস্কঃ

মহামারি করোনার সময়ে চরভদ্রাসনের সাধারণ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব মোল্ল্যা, সাবেক ছাত্রনেতা ও বর্তমানে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

মোতালেব মোল্ল্যা বঙ্গবন্ধুর আদর্শে জন্মলগ্ন থেকেই অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে যাচ্ছেন।

১৯৯২ সালে চরভদ্রাসন কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জিএস নির্বাচিত হন এবং পরবর্তীতে যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ২৮ অক্টোবর ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত।

এক প্রশ্নের উত্তরে মোতালেব মোল্ল্যা জানান, জনকল্যাণে চরভদ্রাসন উপজেলার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

চরভদ্রাসন উপজেলার একাধিক ব্যক্তিরা জানান, মোতালেব মোল্ল্যা উপজেলা চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দায়িত্ব পালনের পর থেকে এলাকার জনগণের খোঁজখবর রাখছেন এবং কোথায় রাস্তাঘাট নেই সে সমস্ত স্থানে রাস্তাঘাট নির্মাণ করার চেষ্টা করছেন।

এলাকাবাসী আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মোতালেব মোল্ল্যাকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top