ফরিদপুর ভাঙ্গায় ফেসবুকে নিজের আপত্তিকর ও নগ্ন ছবি দেখে রাগ ও অভিমানে আত্মহত্যা করেছে সুমাইয়া নামের এক যুবতী।
গত ১৫ আগস্ট মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার ছিলাধরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া নগরকান্দা উপজেলার পুরাইদা গ্রামের বাসিন্দা সাখাওয়াতের মেয়ে।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর পর সুমাইয়া তার নানা মালেক মৃধার বাড়ি বেড়াতে এসে ঘরের আড়ার সাথে দরি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্র থেকে আরো জানা যায়, ঢাকায় বসবাসরত ইমনের সাথে সুমাইয়ার মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত পাঁচ থেকে ছয় মাসের প্রেমের সম্পর্ককে ভিত্তি করে বিয়ে হয় দুজনের। বিয়ের দের মাসের মধ্যে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদের পরেও বারবার ফোন দিয়ে আবারও বিয়ের জন্য চাপ দিতে থাকে ইমন। কিন্তু সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ে পরবর্তী নগ্ন ছবি নিজের ফেসবুকে পোস্ট করে দেয় সাবেক স্বামী ইমন। পরে সুমাইয়া ফেসবুক থেকে তার নগ্ন ছবি দেখে রাগে ও অভিমানে নানা বাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি (অফিসার্স ইনচার্জ) মোঃ জিয়ারুল ইসলাম জানান, সুমাইয়া নামের এক মেয়ের মৃত্যুর খবরে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। তার মা-বাবার সাথে কথা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।