ভাঙ্গায় রাস্তা নির্মাণ নিয়ে অনিশ্চয়তা : সংঘর্ষে আহত ৫ | সময়ের খবর

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারন গ্রামে একটি পাকা রাস্তা করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাধা এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনায় রাস্তাটির কাজ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংঘর্ষের ঘটনায় বর্তমানে রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

জানা গেছে, ওই ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়ার অধীনে ও ৫নং ওয়ার্ডের মেম্বার হারুন মাতুব্বরের মাধ্যমে প্রায় এক যুগ আগে তৈরি করা দুই কি.মি ইটের রাস্তা ভেঙে পিচঢালা রাস্তার কাজ শুরু হয়। এ সময় ওই রাস্তায় একটি গাছ কাটা ও রাস্তার দুপাশের সীমানা নিয়ে এলাকার মান্নান মাতুব্বর, মোস্তাক মাতুব্বর, মোশারেফ মাতুব্বর, রেয়াদ মাতুব্বরের সাথে ইউপি সদস্যের কথা কাটাকাটি এবং একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফরহাদ মাতুব্বর (৭৫), জয়গন (৬৫), শাহিনুর (৪০), পাহিম হোসেনসহ (১৬) বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ফরহাদকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

ইউপি সদস্য হারুন মাতুব্বর ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি প্রায় এক যুগ ধরে ইটের রাস্তা হিসেবে ছিল। সম্প্রতি ইউপি চেয়ারম্যানের অধীনে এলজিইডির প্রকল্পের মাধ্যমে ইটের রাস্তা উঠিয়ে কার্পেটিংয়ের কাজ শুরু হয়। এতে বেশকিছু জায়গায় সড়ক সরু থাকায় প্রশস্ততা বাড়ানোর প্রয়োজন হয়। এজন্য বেশকিছু জায়গা থেকে ছোট দু-একটি গাছ কেটে ফেলার প্রয়োজন দেখা দেয়। কিন্ত একই এলাকার প্রতিপক্ষ মান্নান মাতুব্বর, মোশারেফ, রেয়াদ মাতুব্বররা ক্ষিপ্ত হয়ে জায়গা না দিয়ে এক পাশ থেকে নিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তার মাঝখানে বা‍ঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। বিষয়টি নিয়ে তারা সংঘবদ্ধ হয়ে আমি এবং সালিশে থাকা লোকজনের ওপর হামলা চালান ‍এবং সালিশে থাকা বৃদ্ধ ফরহাদ মাতুব্বরকে কুপিয়ে জখম করা হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে রাস্তার কাজ বন্ধ করায় রাস্তা নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে স্থানীয় আা. খালেক জানান, রাস্তার জায়গার সীমানা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এটি একটি পুরাতন সড়ক। বিষয়টি দ্রত সমাধান করতে হবে। কোনোমতেই যেন রাস্তার কাজ বন্ধ না হয়। এ ঘটনায় উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

প্রতিপক্ষের মোস্তাক জানান, বিষয়টি আমরা ইউপি চেয়ারম্যানকে অবগত করেছিলাম যে, পাকা রাস্তা করার সময় হারুন মেম্বারের সাথে সীমানার ঝামেলা রয়েছে। ‍আজ তিনি ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে সমাধানের জন্য দুপক্ষকে হাজির হতে বলেন। আমরা চেয়ারম্যানের কথায় হাজির হয়েছিলাম। কিন্তু মেম্বার হারুন ও তার লোকজন সালিশ না মেনে আমাদের ওপর হামলা চালিয়েছে।

কাউলীবেড়া ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া জানান, সামান্য ভুল বোঝাবুঝিতে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি এ বিষয়ে উভয়পক্ষকে একটি সমাধান দিয়ে মীমংসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তা আর হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তকার্য শেষে ‍ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

(সকালের সময়/শাফিন/জামান/৮ মে, ২০২১)

উল্লেখ্য , গত বুধবার ঘটা ওই সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। ্এদেরকে ভাঙ্গা ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *