শরীয়তপুর প্রতিনিধি,
শরীয়তপুরের জাজিরায় কম পরিমাণে তেল সরবরাহ করায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার কাজির হাটের হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মো. কামরুল হাসান সোহেল, বিএসটিআই ও জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, অভিযানে বিএসটিআই কর্মকর্তারা তাদের সঙ্গে তেল মাপার জাহাজ নিয়ে আসেন। প্রথমে 10 লিটার পেট্রোলের সাথে 310 মিলি কম দেখা যায়। অকটেন এবং ডিজেল পরিমাপ করার পরে, এটি দেখা যায় যে ডিজেল 350 মিলি এবং অকটেন 410 মিলি কম। পরে মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক মো. আলী হোসেন সিকদারের দাবি, নিয়মিত যাচাই-বাছাই করে তারা তেল বিক্রি করেন। মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে ওপরে-নিচে যাওয়ায় তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। ওজনে কম তেল দেননি বলেও দাবি করেন তিনি।
ইউএনও মো: কামরুল হাসান সোহেল জানান, বিএসটিআই-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হয়। ডিজেল, পেট্রোল এবং অকটেনের কম ওজনের জন্য সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।