দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই ফরিদপুরে আলোচিত খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সোমবার (৭ মার্চ) দিবাগত গভীর রাতে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান।
ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুর আড়াইটায় প্রেস ব্রিফিং করবে পুলিশ।
দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের ২৬ জুন রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।
গত ৩ মার্চ ১০ জনের বিরুদ্ধে উত্তম কুমার সাহা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি), চার্জশিট সিএমএম আদালতে দাখিল করেন।
মামলার আসামিরা হলেন-
খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, সাজ্জাদ হোসেন বরকত (ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ) , তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল, নাজমুল ইসলাম খন্দকার লেভী (ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি ), আসিবুর রহমান ফারহান(শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ), এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম। তারিকুল ইসলাম ওরফে নাসিম ও মুহাম্মদ আলি মিনার পলাতক রয়েছেন।
এ মামলার ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি আগামী ২৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত এ তারিখ ঠিক করেন।