চকলেটের লোভ দেখিয়ে ফরিদপুরে পাঁচ বছরের শিশু ধ’র্ষণ

 

ফরিদপুরের বোয়ালমারীতে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধ’র্ষণ করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বোয়ালমারী থানায়।

মামলার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার তরুণের নাম হরিচাঁদ মালো (২০)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটি তার মার সাথে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে নানা বাড়ি বেড়াতে আসে। চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নিজের রান্নাঘরে নিয়ে ধ’র্ষণ করে ওইদিনই সকাল সাড়ে ৯টার দিকে হরিচাঁদ মালো। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করে, শিশুর চিৎকারে তার নানি ও মা সহ পাশে থাকা আরও গ্রামবাসী ছুটে আসে, সকলের আসা দেখে হরিচাঁদ পালিয়ে যায়।

হরিচাঁদকে তার বাড়ি থেকে এলাকাবাসী সন্ধ্যায় পরে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়েছে।

শিশুকে ধ’র্ষণ প্রসঙ্গ উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ এ মামলার তদন্ত কর্মকর্তা সময়ের খবরকে বলেন, ধর্ষণের আসামি হরিচাঁদকে শুক্রবার (১৬ জুলাই) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top