ফরিদপুর প্রতিনিধি
চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘরবন্দি প্রায় দুই হাজার দুস্থ্য অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে পৌরসদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে চার শতাধিক অসহায় মানুষের মধ্যে বস্ত্রসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান এর পক্ষ থেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্যবিন্দু, মো. আবুল কালাম আজাদ (উপজেলা আ.লীগের সহসভাপতি), মো. আসাদুজ্জামান মিন্টু (সহসভাপতি), প্রশান্ত সাহা(সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), পলাশ বৈরাগী(সদস্য)।
এছাড়াও উপস্থিত ছিলেন দাউদুজ্জামান দাউদ(জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য), রবিউল ইসলাম(পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক), ইমরুল চৌধুরী(যুবলীগ নেতা), সৈয়দ তারেক মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে আব্দুর রহমানের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুস্থ্য নেতাকর্মীদের মাঝে ৪০০ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
একইদিন সকাল সাড়ে ১১টায় ইম্পেরিয়াল কনসাটেন্টস এন্ড ডেভলপমেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে এক হাজার প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঈদ উপহার ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এ সময় ৭০০ বস্তা খাদ্যদ্রব্য ৭০০ জনের জন্য ও ৩০০ জন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক সমাবেশে সৈয়দ শামীম রেজা (ইম্পেরিয়াল কনসাটেন্টস এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দ রাসেল রেজা(বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান), মো. ওয়াহিদুজ্জামান(আলফাডাঙ্গা থানার ওসি), সৈয়দ সোহেল রেজা বিপ্লব(জেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক) মো. ইস্রাফিল মোল্লা(শেখর ইউপি চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক), নুরুল আলম মিনা(পরমেশ্বর্দী ইউপি চেয়ারম্যান) প্রমুখ।
Pingback: ফরিদপুরে ঘরে ঘরে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার