ফরিদপুরে মুক্তিযুদ্ধের চেতনায় “সেচ্ছাসেবক সংগঠন প্রত্যয়” এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ | সময়ের খবর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মুক্তিযুদ্ধের চেতনায় “সেচ্ছাসেবক সংগঠন প্রত্যয়” এর উদ্যোগে মঙ্গলবার (১১ই মে )দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের স্টেশন রোড ও লক্ষীপুর এলাকায় ১৬০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী এবং ৫০ জন শিশুদের মাঝে পোষাক বিতরণ করা হয় ।

No description available.

এ সময় উপস্থিত ছিলেন “সেচ্ছাসেবক সংগঠন প্রত্যয়” এর আহবায়ক আমিনুল ইসলাম রিপন , যুগ্ন আহবায়ক কাজী মোমিতুল হাসান বিভুল , সৈয়দ রফিক উদ্দিন পোকন ও সংগঠনের সদস্য সাহিদ আহম্মদ , তাপস দত্ত, পিকুল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top