ফরিদপুরে পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে গণ পরিবহণ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান || সময়ের খবর –

সময়ের খবর ডেস্ক
মঙ্গলবার ( ৪ মে ) সকাল ১১ টায় ফরিদপুর জেলা সড়ক পরিবহন সমিতির গণপরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে গণপরিবহন চালু করা সহ তিন দফা দাবিতে ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।
শ্রমিক ইউনিয়নের নেতারা স্মারকলিপিতে ৩টি দাবি জানায়। দাবিগুলো হলো
১। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে।
২। করোনার জন্য চলমান লকডাউনে সারাদেশের বাস, মিনিবাস ও ট্রাকের চালক ও সংস্লিষ্ট সকল শ্রমিকদের আর্থিক অনুদান এবং তাদের পরিবারের সকল সদস্যদের জন্য খাদ্য সহায়তা প্রদান করতে হবে।
৩। লকডাউনের জন্য দেশের প্রতিটি বাস ও ট্রাক বন্ধ আছে অনেকদিন যাবদ, এ অবস্থায় শ্রমিকদের পরিবার দূর্বিসহ দিনযাপন করছে। তাদের পরিবারের জন্য টার্মিনাল গুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ও এমএসের চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।
এসময় স্মারকলিপি প্রদানে নেতৃত্ব ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ফরিদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির এবং মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রশিদ।

মাথা ব্যথা দ্রুত দূর করার সহজ কিছু ঘরোয়া উপায় জেনে নিন –
স্মারকলিপি জমা দেয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, চলমান করোনার লকডাউনের কারণে সারা দেশের পরিবহন বন্ধ থাকায় এবং শ্রমিকদের আর্থিক সংকট দূর করার জন্য এটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *