somoyerkhbor.com

প্রেস-শাসন বন্ধু হয়ে ফরিদপুরের উন্নয়নে কাজ করতে চাই: ডিসি

পদ্মা সেতুর কারণে ফরিদপুর এখন অনেক গুরুত্ব পেয়েছে। এ জেলাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ফরিদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার একে এগিয়ে নিতে জেলার সকল গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রফেসর মোঃ শাজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সঞ্জীব দাস, জাহিদ রিপন, নাজিম বাঁকাউল, এস.এম. মনিরুজ্জামান, শেখ সাইফুল ইসলাম অহিদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আমিরুল আজম।

জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনাদের দেয়া যে কোনো তথ্য আমরা গুরুত্ব দেব। এছাড়া ফরিদপুর জেলাকে একটি স্মার্ট ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, ফরিদপুরে আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই। যেখানে সব ধরনের মানুষ তাদের মতামত জানাবেন। এই ক্ষেত্রে আপনার একটি গুরুত্বপূর্ণ অবদান আছে. ফরিদপুরের উন্নয়নে প্রেস ও প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আপনাদের সংবাদ হতে হবে মানুষ ও সমাজের কল্যাণে। তবেই দেশ এগিয়ে যাবে। আমরা বন্ধু হিসেবে একসঙ্গে কাজ করতে চাই।

এর আগে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version