ফরিদপুরে আবাদি জমির মাটি কাটায় ১২ হাজার টাকা জরিমানা | সময়ের খবর

ফরিদপুরে আবাদি জমির মাটি কাটায় ১২ হাজার টাকা জরিমানা | সময়ের খবর

সময়ের খবর ডেস্কঃ

ফরিদপুরের বোয়ালমারীতে আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া মাঠের আবাদি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের ইমরান আলীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক শুক্রবার বিকেল ৩টার দিকে ২০১৩-এর ৫(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি বিনষ্ট করা হয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, আবাদি জমি থেকে মাটি কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme