চালু হচ্ছে ফরিদপুর টু চট্টগ্রাম বি আর টি সি বাস সার্ভিস। বি আর টি সি পরিবহন বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ও দেশের পরিবহন সেক্টরে খুব সুনাম ও দাপটের সাথে সেবা দিয়ে আসছে। দূরপাল্লার বাস হিসেবেও টেকনাফ থেকে তেতুলিয়া নিয়মিত যাতায়াত করছে বি আর টি সি বাস। জনপ্রিয় বাস হওয়া সত্বেও এর আগে ফরিদপুর থেকে সরাসরি কোনো জেলায় তাদের সার্ভিস ছিলোনা। এমনকি ফরিদপুর থেকে সরাসরি ঢাকা যাওয়ারও কোনো বাস ছিলোনা বি আর টি সি পরিবহনের।
সম্প্রতি সময়ে পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন- গোপালগঞ্জ, বরিশাল, মাদারীপুর ইত্যাদি জেলায় বিভিন্ন বাস সার্ভিস নতুন নতুন বাস যুক্ত করেছে এবং তারা ঢাকার সাথে যোগাযোগের জন্য পদ্মা সেতু ও পাটুরিয়া-দৌলতদিয়া উভয়পাশই ব্যবহার করে সেবা দিচ্ছে।
আরও পড়ুনঃবিআরটিসি ফরিদপুর টু ঢাকা বাসের সময়সূচী, টিকিটের মূল্য ও কাউন্টার নম্বার
ফরিদপুরবাসির দীর্ঘদিনের দাবী
পদ্মা সেতু চালু হওয়ার পর ফরিদপুরবাসির দীর্ঘদিনের দাবীর পক্ষে এসে পাশে দাঁড়ায় বি আর টি সি। তারা পদ্মা সেতু হয়ে সর্বপ্রথম তাদের সার্ভিস ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত চালু করে। এখন পর্যন্ত নিয়মিতভাবে বি আর টি সি তাদের এসি বাস সার্ভিস দিয়ে যাচ্ছে ফরিদপুর টু ঢাকা ভায়া পদ্মা সেতু। ফরিদপুর থেকে সরাসরি বাস সার্ভিসের তালিকায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে বি আর টি সি এর ফরিদপুর টু চট্টগ্রাম সরাসরি বাস সার্ভিস।
আরও পড়ুনঃগোল্ডেন লাইন পরিবহনের ফরিদপুর টু ঢাকা সকল রুটের সময়সূচি
ফরিদপুর বাসির জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশের সরকার পরিচালিত বাস সার্ভিস বি আর টি সি। সম্প্রতি তারা এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে তারা এখন থেকে ফরিদপুর থেকে সরাসরি চট্টগ্রাম তাদের বাসের সেবা দিবে। এতে করে ফরিদপুর থেকে যারা কক্সবাজার যেতে চান তাদের সহজ মাধ্যম হবে বি আর টি সি পরিবহন।
নির্ধারিত ভাড়াঃ
ফরিদপুর থেকে এই বাস ঢাকা হয়ে কুমিল্লা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে। এবং এটি হবে নন-এসি সার্ভিস। প্রাথমিকভাবে ভাড়া নির্ধারন করা হয়েছে ১০০০ টাকা। আগামী ২০/০৮/২০২২ অথবা এর কয়েকদিন পর থেকেই এই সেবা ফরিদপুরবাসি পাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
চালু হবার পর আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আরও বিস্তারিত আপনাদের জানিয়ে দেব।
Pingback: ফরিদপুরে কোভিড ভ্যাক্সিনেশনে অবদান রাখায় সম্মাননা প্রদান
ফরিদপুর টু চট্টগ্রামের বাস কি যাতায়াত করছে ?