মেহেদী হাসান হৃদয়, জেলা প্রতিনিধি: সচরাচর এমন গাড়িতে ওঠার সুযোগ হয়নি। পুরো গাড়িটি ফুল দিয়ে সজ্জিত। সেই গাড়িতে চড়েই নিজ বাড়িতে গেলেন কনস্টেবল সিরাজুল ইসলাম, কনস্টেবল মোঃ হাবিবুর রহমান, কনস্টেবল বসির আহমেদ, কনস্টেবল নজরুল ইসলাম, কনস্টেবল মোঃ ফায়েকুজ্জামান, কনস্টেবল মোঃ ফিরোজ শিকদার ও কনস্টেবল আসাদ আলী সেক ও এএসআই(সঃ) মোঃ আব্দুল আলী মাতুব্বর, এএসআই(সঃ) মোঃ বিল্লাল মোল্যা, এটাই তাদের শেষ বিদায়।
চাকরিজীবন শেষে তাদের বিদায়টা স্মরণীয় করে রাখতে ফরিদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম এর নির্দেশে পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে তাদের এভাবেই বিদায়কালে শুভেচ্ছা জানিয়ে, অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয়।
সোমবার (২ আগস্ট) অবসরে যাওয়া এ পুলিশ সদস্যদেরকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম। এসময় থানার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপার জানান, বার্ধক্য জনিত কারণে চাকুরী জীবন শেষে অবসর গ্রহন করা সকল কনস্টেবল ও এএসআইদের সুসজ্জিত গাড়িতে গ্রামের বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
বিদায়বেলায় অবসরে যাওয়া পুলিশ সদস্য কনস্টেবল ও এএসআই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।