আপনার ফেসবুক আইডি রক্ষা করতে ইন্সট্রাগ্রাম থেকে সরিয়ে ফেলুন ফেসবুক! বিস্তারিত জানতে ক্লিক করুন…!

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক ও ইন্সট্রগ্রাম, আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে।

আমরা যানি ফেসবুক ও ইন্সট্রগ্রাম এর প্রতিষ্টাতা মার্ক জাকারবার্গ বর্তমানে ফেসবুক ও ইন্সট্রগ্রামে অনেক আপডেট এনেছেন, যার দ্বারা যেরকম উপকার হয়েছে সেরকম অপকার ও হয়েছে, বর্তমানে আপনার ফেসবুক একাউন্ট যদি কোন ইন্সট্রগ্রাম একাউন্টে লিংক করা থাকে ও ইন্সট্রগ্রাম একাউন্ট যদি কোন ভাবে ডিজেবল হয়ে যায়, তাহলে আপনি আর ফেসবুক ব্যবহার করতে পারবেন না। ফেসবুক আপনাকে ইন্সট্রগ্রাম একাউন্ট ডিজেবল হওয়ার কারনে ফেসবুক লগিন করতে দিবে না।

আপনি চাইলেই আপনার ফেসবুক একাউন্টটি আপনার ইন্সট্রগ্রাম একাউন্ট থেকে আনলিংক করতে পারেন।

আনলিংক করতে প্রথমে আপনার ইন্সট্রগ্রাম একাউন্ট এর Settings অপশনে যান তারপর Account তারপর Sharing to other apps তারপর Facebook ওখানে আপনার ফেসবুক একাউন্ট বা পেজ দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন তারপর Accounts and profile লেখা দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন এখন দেখবেন আপনার ফেসবুক একাউন্ট ও ইন্সট্রগ্রাম একাউন্ট শো করছে, ফেসবুক একাউন্টে ক্লিক করুন তারপর Remove From Account Center এ ক্লিক করুন।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top