somoyerkhbor.com

কলেজে ভর্তি শুরু, অক্টোবরের প্রথম সপ্তাহে ক্লাশ শুরু।

আজ থেকে কলেজে ভর্তি শুরু, ক্লাস সামনের মাসেই।
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১৩ সেপ্টেম্বর আজ রোববার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমে জানান,চলমান স্থবির অবস্থার কারনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবার জন্য নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
অক্টোবরের ১ তারিখ থেকেই মিলবে পাঠ্যবই।

জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহেই অনলাইন ক্লাস শুরু হবে।
করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস চলমান থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্বাভাবিকভাবে ক্লাস চলবে।

Exit mobile version