কানাইপুরে সেচ্ছাসেবীদের উদ্যোগে “মানবতার দেওয়াল” উদ্বোধন।

আজ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে “মানবতার কল্যাণে কাজ করতে ভালোবাসি” নামক এক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে, প্রয়োজনীয় কাপড় নিন, অপ্রয়োজনীয় কাপড় রেখে দিন এই স্লোগানে, মানবতার দেওয়াল এর শুভ উদ্বোধন হলো। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাব্বি, জাহিদ শেখ, ইউনিয়ন আনসার সহকারী কমান্ডার মোঃ ফরিদ মিয়া সহ একাধিক ভিডিপি সদস্যগন । এরপর বাজার সহ হলপট্টি,মেইলগেট, কলেজ রোড এলাকায় ঘুরে ঘুরে দুস্ত ও অসহায় মানুষের মাঝে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করা হয় ।

জাহিদ শেখ বলেন; আমরা একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য । এভাবে সকলে মিলেমিশে নিজ অবস্থান থেকে মানবিক কাজ করলে গড়ে উঠবে এক মানবতার সমাজ ।

ইউনিয়ন আনসার সহকারী কমান্ডার মোঃ ফরিদ মিয়া বলেন; আমার একটি অপ্রয়োজনীয় পোশাক কোন গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে তাই দলমত,ধর্ম-বর্ন,নির্বিশেষে সমাজের নতুন প্রজন্মের এক সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের সহযোগিতার মাধ্যমে আমাদের এই মানবিক আয়োজন সফল হয়েছে।

তিনি আরো বলেন ; ” কেউ নয় কারো পর, এ পৃথিবীতে সবাই সবার “, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতে সমাজের পিছুপড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান রাখেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top