নিজস্ব প্রতিনিধিঃ
পারশা মেহজাবিন পুরনি ফেসবুক পেজ ‘parsha’ জানান – গুনী মানুষ Tasrif Khan এর মুখে সবসময় হাসি লেগেই থাকে! আর আমাকে তার পাশে দেখে মনে হচ্ছে আমি হাসতেই জানিনা!
ঢাকা আসছিলাম কদিনের জন্যে। তারপর শুনলাম বাড়ির কাছের মানুষ.. কখনো দেখাও হয়নি.. হয়েই যাক একবার আলাপ।
গান গাওয়ারও কোনো প্ল্যান ছিলোনা। মামা মামীর সাথে ভাঙা গলা নিয়ে খুব চললাম গুনী এই গায়কের সাথে দেখা করতে! আর দিব্যি গানও গেয়ে আসলাম!
গলা ভালো হলে ভালো কিছু গান উপহার দিবো.. এবারের মত এই উরাধুরা হঠাৎ গাওয়া গানটাই থাক!
আর কমেন্ট সেকশন দেখে কেবল হাসিই পাচ্ছিলো! আসলেই আমি নিজেও খেয়াল করিনি আমাদের দুজনের ড্রেসই লাল! এটাও প্রি প্ল্যান্ড ছিলোনা! ওইদিন বিজয় দিবস ছিলো তাই লাল পরে বের হয়েছিলাম। অন্যবার শাড়ি পরি.. শো থাকে বিভিন্ন জায়গায়.. এবারই ঢাকায় থাকার কারণে ভালোভাবে উদযাপন করতে পারিনি দিনটা।
আর সেই লাল জামা দেখে আপনারা একেকজন অনলাইনেই ঘটকালি শুরু করে দিলেন আগে পিছে কিছু না জেনে! আমাদের মত সিংগেল-সুখী মানুষদের এভাবে মিংগেল বানানোর প্রচেষ্টা আজীবনই বৃথা যাবে আপনাদের! গান গাইলেই কাপল হয়ে যায় তাইনা?
আর উরাধুরা গানের এতো ভালো রেস্পন্স এর জন্য অনেক অনেক ধন্যবাদ!