এইচএসসি পরীক্ষা হচ্ছে না
চলতি বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তবে জেএসসি-এসএসসি পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আজ বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এইচএসসি ভিন্নভাবে মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ফলাফলের ওপর ভিত্তি করে মূল্যায়ন হবে।
তিনি আরো বলেন, ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে।