ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, এক দুষ্কৃতকারী যুবক আটক –

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকাগামী ৭৫২ নং আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনখানা গাইবান্ধা স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী একজন দুষ্কৃতকারীকে গাইবান্ধা আরএনবি ইউনিটের সদস্যরা হাতেনাতে আটক করে
পরবর্তীতে আটককৃত দুষ্কৃতকারীকে বোনারপাড়া জিআরপি থানায় হস্তান্তর করা হয়।

গাইবান্ধা আরএনবি ইউনিটের রেলওয়ে থানার উপ-পরিদর্শক জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। পাথর নিক্ষেপে ট্রেনের ক্ষতির পাশাপাশি যাত্রীরাও আহত হন। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি চালিয়ে আসছে রেলওয়ে পুলিশ।

দুপুরে ওই যুবককে আটক করার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top