ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর কোতোয়ালি থানার মুন্সীবাজার বেদে পল্লিতে ২ জানুয়ারী শনিবার “নতুন বছরে হাসি ফুটুক তাদের মুখে” এই উক্তি নিয়ে গতকাল , বেদে পল্লীতে দিন ব্যাপী অর্ধশত নারী-পুরুষ ও শিশুদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উৎস ফরিদপুর, বাংলাদেশ।
উক্ত অনুষ্ঠানে সকালের নাস্তার মধ্য দিয়ে আয়োজন শুরু করা হয়, নাস্তা শেষে বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন রাখা হয়,তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষে বাচ্চাদের নতুন কাপড় বিতরণ ও বাচ্চাদের সাজগোজের মধ্য দিয়ে আরম্ব হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর বাচ্চাদের খেলার পুরস্কার বিতরণ এবং সকলের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করে বিকেলের নাস্তার মধ্য দিয়ে দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক ফরিদপুর জেলা
পান্না বালা ও আশিকুর রহমান ইমন – এ সি আই মটরস, ইয়ামাহা এর সিনিয়র মার্কেটিং অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি দিদারুল ইসলাম দিদার , সিনিয়র সহ-সভাপতি
কুইন আক্তার কেয়া, সাধারণ সম্পাদক
সাইমুন ইসলাম সহ কমিটির অন্যান্য সদস্য বিন্দু।
সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম দিদার বলেন, “উৎস ফরিদপুর, বাংলাদেশ”
একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন আমরা সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে থাকি।