নতুন রূপে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা: সরকার থেকে নতুন নির্দেশনা
ফরিদপুর প্রতিনিধিঃ
মহাবিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও নতুন রূপে ভয়ঙ্কর হয়ে উঠছে মহামারি করোনা ভাইরাস। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলের মাস্ক পরা নিশ্চিতে গতকাল শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। বিভাগীয় কমিশনার, প্রত্যেক জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি দিয়েছে সরকার।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ মার্চ) ফরিদপুর নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম রেজা সেসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমী মুহাম্মদ আল – আমিন সহ উপজেলা প্রশাসন ফরিদপুর সদর এর কর্মকর্তা বৃন্দ উক্ত অভিজানে মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে অর্থদন্ড প্রদান ও বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়, এছারা মাইকিং এর মাধ্যমে জনসচেতনতা করা হয়। উক্ত কাজে পুলিশ ও আনসার বাহিনির সদস্যগন সহযোগিতা করেন।
Pingback: ফরিদপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের কর্মসংস্থানের ব্যবস্থা করল ‘ওয়াব’ - Somoyer Khbor